Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০২০

চিকনাগুল ইউনিয়নে বিনা ধান ১৯ এর প্রচার বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2020-08-13

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় গত ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩টায় চিকনাগুল ইউনিয়ন অফিস সংলগ্ন সম্প্রসারণ বিষয়ে স্থানীয় কৃষকদের সমন্বয় হাওর চর কর্মসূচির অর্থায়নে ও বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) এবং জৈন্তাপুর উপজেলা কৃষি অফিস এর আয়োজনে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারুক হোসাইন। মহোদয় বলেন সরকারের দেশের খাদ্য চাহিদা পুরনে কৃষকদের নানা ভাবে সহযোগিতা করে আসছে।

ধানের নতুন জাত উদ্ভাবন করতে আমাদের কৃষি বিজ্ঞানীগণ নিরলস ভাবে গবেষনা চালিয়ে যাচ্ছেন। বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল স্বল্পকালীন আউশ জাত বিনাধান-১৯ গবেষনার একটি নতুন ফসল। মাত্র তিন মাস সময়ের মধ্যে চারা থেকে ধান উপাদন করা সম্ভব। নতুন এই জাতের ধান চাষে জৈন্তাপুর উপজেলার কৃষকদের এগিয়ে আসার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত দেবনাথ, বৈজ্ঞানিক কম©কর্তা ফরহাদ হোসেন, মো: মাহবুবুর রহমান, মো: তাজুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহজাহান কবির খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক সুলেমান আহমদ ও সামছুল ইসলাম। সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র সুনামগঞ্জের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হাসানুজ্জামান রনি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চিকনাগুল ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার ভানু চন্দ্র নাথ।